নিজস্ব প্রতিবেদক, ২০ মার্চ:
Advertisement
অভিনয়ের পাশাপাশি এবার রাজনীতির ময়দানে নেমে পড়লেন টেলিভিশনের জনপ্রিয় তারকা নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। বেশ কয়েকদিন ধরেই তাঁদের তৃণমূলে যোগদানের প্রসঙ্গে জল্পনা শুরু হয়েছিল। তবে আজকে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শাসক দলে নাম লেখালেন তাঁরা। পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে আজ দলীয় পতাকা হাতে তুলে নেন এই তারকা দম্পতি।
প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হন নীল-তৃণা। তাঁদের বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই শাসকদলের সাথে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এই দম্পতির। মানুষের পাশে দাঁড়াতেই রাজনীতিতে এসেছেন বলে জানিয়েছেন তাঁরা। পাশাপাশি, সংগীতশিল্পী অঙ্কিত তিওয়ারিও যোগ দিলেন তৃণমূলে।