টিকা নেওয়ার দু’দিনের মধ্যেই করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

বিশেষ প্রতিবেদন, ২০ মার্চ:

টিকা নেওয়ার দু’দিনের মধ্যেই করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার টুইট করে এই খবর জানিয়েছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়জল সুলতান। আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন পাক প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, দিন দুয়েক আগেই চিনের সিনোফার্ম সংস্থার ভ্যাকসিন নিয়েছিলেন তিনি। প্রথম ডোজ নেওয়ার দু’দিনের মধ্যেই করোনা আক্রান্ত হলেন ইমরান।

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানের করোনা পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। ইতিমধ্যেই সেখানে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। যদিও, সেখানে টিকাকরণ শুরু হলেও পাকিস্তানের বেহাল অর্থনৈতিক দশার কারণে পর্যাপ্ত টিকা কেনা যাবেনা বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, শুধুমাত্র চিনা টিকা এসে পৌঁছেছে পাকিস্তানে। এদিকে, চিনের স্বাস্থ্যদপ্তরের তরফে সম্পূর্ণ সবুজ সংকেত পাওয়ার আগেই সেই টিকা ব্যবহার শুরু করে দেয় পাকিস্তান।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *