জল্পনার অবসান! বিজেপিতে যোগ দিলেন শিশির অধিকারী

নিজস্ব প্রতিবেদক, ২১ মার্চ:

বেশ কয়েকদিন ধরেই শাসকদলের সাথে দূরত্ব বেড়েছিল তাঁর। বিজেপিতে যোগদান নিয়ে শুরু হয়েছিল জল্পনাও। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন শিশির অধিকারী। রবিবার এগরায় অমিত শাহের সভা থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। গেরুয়াশিবিরে যোগদানের পরেই তিনি বলেন, “এটা আমার আত্মসম্মানের লড়াই, চিরকাল লড়াই করেছি, আগামী দিনেও লড়ব।’’

এদিকে যোগদান পর্বের আগে শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে শাসকদলের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তিনি জানান, “আমাকে ধাক্কা মেরে বিজেপিতে পাঠানো হল। বেঁচে তো থাকতে হবে তাই রাজনীতি করতে হবে। মেদিনীপুরের সম্মানের জন্য লড়াই করব, এখানকার বেকার যুবকদের জন্য লড়াই করব।” পাশাপাশি প্রচারের ময়দানে নামার ইচ্ছাপ্রকাশও করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “শুভেন্দু যা বলছে তাই হবে। ও বললে প্রচারে যাব। নন্দীগ্রামেও যাব।”

 

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *