নিজস্ব প্রতিবেদক, ২২ মার্চ:
নির্বাচনের আবহে সরগরম হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। এমতাবস্থায়, ভোটের আগে ঝাড়গ্রামে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। জানা গিয়েছে, রবিবার দুপুরে আগুইবনি গ্রাম পঞ্চায়েতের নেতুরায় দুর্গা সোরেন এবং তাঁর স্ত্রীকে গালিগালাজ করেন কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান ওই তৃণমূল কর্মী। পরে অচৈতন্য অবস্থায় তাঁকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুর্গাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ স্পষ্ট না হওয়ায় ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি তদন্তও শুরু করেছে পুলিশ।
এদিকে, এই ঘটনার পরই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ঝাড়গ্রাম-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল ছাত্র পরিষদ। পাশাপাশি, মৃত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন দেবাংশু ভট্টাচার্য এবং ঝাড়গ্রামের তৃণমূলের প্রার্থী বীরবাহা হাঁসদা। যদিও, এই পুরো ঘটনায় অভিযোগ অস্বীকার করে পালটা তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে বিজেপি।