নিজস্ব প্রতিবেদক, ২৭ মার্চ:
প্রথম দফার নির্বাচনের কয়েকঘন্টা আগেই উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের পটাশপুর। এছাড়া, আরও বিক্ষিপ্ত ঘটনা ঘটতে থাকে এলাকার বিভিন্ন প্রান্তে। সেই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে শুভেন্দু অধিকারী বলেন যে, “কিছু পাকিস্তানি রাতে বিভিন্ন জায়গায় গোলমাল করেছে। পটাশপুরে ওসিকে বোম মেরেছে পাকিস্তানিরা। এগুলো কোনও রাজনৈতিক ঘটনা বলে মনে করি না।” পাশাপাশি, নির্বাচন কমিশনের কাছে ভোটগ্রহণ চলাকালীন খারাপ হয়ে যাওয়া ইভিএমগুলি দ্রুত ঠিক করার আর্জিও জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার থেকে রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের “মহাযুদ্ধ”। মোট পাঁচটি জেলার ৩০ টি আসনে ১৯১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজকের ভোটে। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির কথা জানা গিয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি জায়গায় ইভিএম বিকল হয়ে যাওয়ায় বন্ধ থাকে ভোটগ্রহণ। যদিও, সার্বিকভাবে সকাল থেকে ভোটদানের জন্য লম্বা লাইন দেখা গিয়েছে বুথগুলিতে।