নিজস্ব প্রতিবেদক, ২৭ মার্চ:
শুরু হয়ে গেছে বিধানসভা নির্বাচন। মোট পাঁচটি জেলার ৩০ টি আসনে চলছে প্রথম দফার ভোটগ্রহণ। এমতাবস্থায়, ভোটের দিন সকালেই পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বেগমপুরে বাড়ি থেকে মিলল বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। শনিবার সকালে বাড়ির উঠোনে ছেলের রক্তাক্ত দেহ দেখতে পান ওই বিজেপি কর্মীর মা। তাঁর মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের দাবি, রাতে অন্য কোথাও খুন করে ওই যুবককে ফেলে যাওয়া হয়েছে বাড়ির উঠোনে। পাশাপাশি, এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে।
এই ঘটনা সামনে আসতেই ওই কর্মীর বাড়িতে যান বিজেপি প্রার্থী সোনালি মুর্মু। তিনি জানান, “গত রাতে এখানে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। তাতে এক ব্যক্তির মাথা ফাটে। তাঁকে নিয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম। এই খুন কখন হয়েছে তা আমি বুঝতে পারিনি। সকালে উঠে বিষয়টি জানতে পারি।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা। তাঁরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেন। যদিও, প্রাথমিক রিপোর্টে পুলিশ জানিয়েছে যে, রাজনৈতিক কারণে এই খুন নয়।