নিজস্ব প্রতিবেদক, ৩০ মার্চ:
শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ হতে চলেছে। এরই মধ্যে রাজ্যে রাজনৈতিক হিংসার ঘটনা ক্রমশ বাড়ছে। এবার, তমলুক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রার্থী হরেকৃষ্ণ বেরাকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি এই ঘটনার জেরে বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে, রাতে প্রচার সেরে তমলুক থানায় যাওয়ার সময় হঠাৎই তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। মারধরের জেরে মাথা ফেটে যায় হরেকৃষ্ণবাবুর। তাঁকে ভর্তি করা হয় তমলুক জেলা হাসপাতালে।
এদিকে, এই ঘটনার পরেই মঙ্গলবার সকালে হরেকৃষ্ণবাবুকে হাসপাতালে দেখতে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যে, “প্রথম দফার নির্বাচনের পর তৃণমূল বুঝে গিয়েছে তাঁরা হারছে। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে। সন্ত্রাসের আবহ তৈরি করে মানুষকে ভয় দেখাতে চাইছে তৃণমূল নেতৃত্ব।” যদিও, এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ তুলে রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্র জানান যে, “সোমবার রাতে আমাদের দলের এক কর্মীকে গাছে বেঁধে মারধর করে বিজেপি। সেই অভিযোগ জানাতেই রাতে থানায় গিয়েছিল তৃণমূল কর্মীরা। সেই সময় সামনে বিজেপি প্রার্থী এসে পড়ায় জনরোষের প্রতিফলন ঘটতে পারে।”