Advertisement
নিজস্ব প্রতিবেদক, ৩ মে:
এবার করোনা থাবা বসালো আইপিএলেও! সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কেকেআরের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র। মনে করা হচ্ছে যে, চোটের স্ক্যান করতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছেন তাঁরা। পাশাপাশি, প্যাট কামিন্স-সহ আরও বেশ কয়েকজন নাইট ক্রিকেটারও অসুস্থ বলে খবর পাওয়া গিয়েছে। কামিন্সকে পাঠানো হয়েছে আইসোলেশনে।
এই প্রসঙ্গে, বোর্ডের এক আধিকারিক এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “কেকেআর শিবিরের দুই ক্রিকেটার বরুণ এবং সন্দীপের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এর ফলে আরসিবি শিবিরও যথেষ্ট চিন্তিত। ম্যাচটি স্থগিত রাখা হতে পারে।” পরবর্তীকালে ম্যাচটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।