নিজস্ব প্রতিবেদক, ৩ মে:
নির্বাচনের ফলপ্রকাশের পরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া গিয়েছে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘর্ষের খবর। পূর্ব মেদিনীপুরের খেজুরি, ভগবানপুর, উত্তর কাঁথি এলাকায় বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি, বহু বিজেপি সমর্থক ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে।
এদিকে, পূর্ব বর্ধমানের রায়নায় রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হল একজনের। জানা গিয়েছে, সোমবার বেলা বাড়ার সাথে সাথে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি ও সংঘর্ষ। সেই সংঘর্ষ আটকাতে গিয়ে গুরুতর আহত হন সমসপুরের বাসিন্দা বছর ষাটের গণেশ মালিক। তাঁকে বেধড়ক মারধর করার ফলে গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযোগ উঠছে, বিজেপি কর্মী, সমর্থকরা তাঁকে বাঁশ দিয়ে বেদম প্রহার করে। এই প্রসঙ্গে, তৃণমূলের জেলা মুখপাত্র জানিয়েছেন, পূর্ব বর্ধমানের ১৬ টি আসনের মধ্যে ১৬ টিতেই জয়লাভ করেছে তৃণমূল। আর তারই বদলা নিতে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি।