বিরাট বাহিনীর বিরুদ্ধে আজ মাঠে নামতে চলেছে পিছিয়ে থাকা KKR

নিজস্ব প্রতিবেদক, ৩ মে:

ক্রমশ জমে উঠেছে আইপিএলের লিগ টেবিলের লড়াই। প্রায় প্রতিটি ম্যাচেই পাল্টে যাচ্ছে বিভিন্ন সমীকরণ। এমতাবস্থায়, সোমবার বিরাট বাহিনীর বিরুদ্ধে মাঠে নামতে চলছে কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে ব্যাঙ্গালোর ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে রয়েছে তৃতীয় স্থানে। অপরদিকে, ক্রমাগত হারের কারণে সপ্তম স্থানে রয়েছে কেকেআর। প্রায় প্রতিটি ম্যাচেই প্রশ্নের মুখে পড়েছে কেকেআরের ওপেনিং জুটি। শুভমন গিল এবং নীতীশ রানা উভয়েরই  স্ট্রাইক রেট ১২০-র নীচে। যার জেরে বড় রানের দিকে এগোতে গিয়ে বারবার হোঁচট খেতে হচ্ছে মর্গ্যান বাহিনীকে। এই প্রসঙ্গে, কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালাম স্পষ্ট জানিয়েছেন, “ব্যাটিং ভঙ্গি যদি পাল্টানো না যায়, তা হলে ব্যাটসম্যানকেই পাল্টাতে হবে।” অর্থাৎ, বদলের ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করানোর বিষয়টিকেও বারবার সামনে আনা হচ্ছে। প্রশ্ন উঠছে মর্গ্যানের অধিনায়কত্ব নিয়েও।

এদিকে, চলতি মরশুমে আইপিলের যাত্রা দারুন ভাবে শুরু করেছে ব্যাঙ্গালোর। যদিও, বাঁ হাতি স্পিনের বিরুদ্ধে হঠাৎই দুর্বল দেখাচ্ছে আরসিবির ব্যাটিং বিভাগকে। তবুও, ম্যাক্সওয়েল-ডেভিলিয়ার্স এর ঝোড়ো ইনিংস এবং হার্সাল প্যাটেল-মহম্মদ সিরাজের তীক্ষ্ণ বোলিং এ প্লে অফের দৌড়ে নিজেদের জায়গা ক্রমশ মজবুত করছে ব্যাঙ্গালোর। এখনও পর্যন্ত তারা কেবল চেন্নাই এবং পাঞ্জাবের কাছে হেরেছে। এই অবস্থায় টুর্নামেন্টের ৩০ তম ম্যাচে কোন দল জয় ছিনিয়ে নিতে পারে সেদিকেই চোখ রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *