নিজস্ব প্রতিবেদক, ৭ মে:
করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমবর্ধমান সংক্রমণের গ্রাফ। শুক্রবারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। এমতাবস্থায়, এই সংকট কালে এবার এগিয়ে এলেন বিরুষ্কা। করোনার ত্রাণে ২ কোটি টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই তারকা দম্পতি। পাশাপাশি, করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে ৭ কোটি টাকা সাহায্য করার জন্য ত্রাণ তহবিলও তৈরি করেছেন তাঁরা।
টুইটারে একটি ভিডিও পোস্ট করে অনুষ্কা জানিয়েছেন, “সারা দেশ কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছে। অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো। মানুষের এই দুর্দশা কষ্ট দিচ্ছে আমাকে। তাই বিরাট এবং আমি একটি করোনা ত্রাণে নতুন উদ্যোগ নিয়েছি।” পাশাপাশি বিরাট এই ভিডিও শেয়ার করে সবাইকে এই উদ্যোগে সামিল হওয়ার আর্জি জানিয়েছেন। দেখে নিন সেই ভিডিও:-