নিজস্ব প্রতিবেদক, ৮ মে:
বলিউডে ফের থাবা বসালো করোনা। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রামে নিজেই এই খবর জানিয়েছেন অভিনেত্রী। যোগব্যায়ামের পোজে ছবি দিয়ে তিনি লিখেছেন, “আমি ক্লান্ত অনুভব করছিলাম। চোখে জ্বালাভাব করছিল। হিমাচল যাব বলে গতকাল করোনা টেস্ট করাই। আজ রেজাল্ট পজিটিভ এসেছে। আমি নিজেকে কোয়ারেন্টিনে রেখেছি। দেহের মধ্যে যে ভাইরাস পার্টি করছে তা জানতামই না। এখন জেনে গেছি, এবার ধব্বংস করব।”
পাশাপাশি তিনি আরও বলেছেন,”করোনাকে ভয় পেলে ও বেশি ভয় দেখাবে। এটা একটা সাধারণ ফ্লু।” প্রসঙ্গত উল্লেখ্য, প্রায়ই নিজের “বিতর্কিত” মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকেন বলিউডের “কুইন”। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তিনি মন্তব্য করেছিলেন। ইতিমধ্যেই টুইটার তাঁর অ্যাকাউন্ট পুরোপুরিভাবে সাসপেন্ড করেছে। তারই মাঝে করোনা আক্রান্ত হওয়ার কথা জানালেন অভিনেত্রী।