নিজস্ব প্রতিবেদক, ৮ মে:
দেশজুড়ে বেড়ে চলা সংক্রমণের মাঝে রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। এমতাবস্থায়, করোনার বিরুদ্ধে যুদ্ধ জারি রাখতে বুধবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, ওই চিঠির প্রাপ্তি স্বীকার করে উত্তর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, করোনা মোকাবিলায় প্রথম থেকেই রাজ্যগুলিকে চিকিৎসা সরঞ্জাম, ভ্যাকসিন সহ নানা বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র।
পাশাপাশি, প্রতিশ্রুতি মতো কেন্দ্র প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের করোনা যোদ্ধা ও ৪৫ বছরের ওপর যাঁদের বয়স, তাঁদেরকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গকে এখনও পর্যন্ত ১ কোটি ১৮ লক্ষ ৮৩ হাজার ৩৪০ ডোজ টিকা পাঠানো হয়েছে। আরও ২ লক্ষ ডোজ পাঠানো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি হর্ষবর্ধন আরও জানিয়েছেন, ইতিমধ্যেই ৯৪ হাজার ৪০০ ভায়াল রেমডেসিভির বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য।