নিজস্ব প্রতিবেদন, ৯ মে:
করোনা আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। দু’দিন আগেই শারীরিক অসুস্থতা নিয়ে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে। সিটি স্ক্যানে জানা গিয়েছে তাঁর নিউমোনিয়া রয়েছে। শনিবার রাতে প্রকাশিত মেডিক্যাল বুলেটিন থেকে জানা গিয়েছে, তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা রয়েছে ৯৬। পাশাপাশি হাইপারটেনশন ও হাই ডায়াবেটিস রয়েছে তাঁর।
জানা গিয়েছে, রবিবার থেকেই তাঁর চিকিৎসায় রেমডিসিভির, স্টেরয়েড ব্যবহৃত হবে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রসঙ্গত উল্লেখ্য,
আটের দশকের মাঝামাঝি সময়ে প্রথমসারির অভিনেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সন্ধ্যা রায়। গণদেবতা”, “বাঘিনী”, “অশনী সংকেত’, “দাদার কীর্তি” র মতো একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এমনকি, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন সন্ধ্যা রায়। ভোটে জিতে মেদিনীপুরের সাংসদও হন তিনি। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।