বিশেষ প্রতিবেদন, ১০ মে:
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজভবনের থ্রোন হলে অত্যন্ত অনাড়ম্বর ভাবে তৃতীয়বারের জন্য গঠিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। মাত্র ৬ মিনিটে সম্পন্ন হল ৪৩ জন মন্ত্রীর শপথগ্রহণ। এদিন রাজভবনে উপস্থিত ছিলেন ৪০ জন মন্ত্রী। অসুস্থতার কারণে অমিত মিত্র উপস্থিত হতে পারেননি। পাশাপাশি, রথীন ঘোষ ও ব্রাত্য বসু করোনা আক্রান্ত হওয়ায় রয়েছেন নিভৃতবাসে। তাঁরাও অনুপস্থিত ছিলেন আজ। যার জেরে ভারচুয়ালি শপথ গ্রহণ করলেন এই তিন মন্ত্রী। মোট ৪৩ জনকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
এদিকে, এবারে মমতার তৃতীয় মন্ত্রিসভায় রয়েছে একাধিক নতুন মুখ। তাঁদের মধ্যে রয়েছেন বীরবাহা হাঁসদা, রয়েছেন জঙ্গলমহলের বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি, শ্রীকান্ত মাহাতো। পাশাপাশি, শপথ নিলেন মনোজ তিওয়ারি, রত্না দে নাগ, আখরুজ্জামান, দিলীপ মণ্ডল, অখিল গিরি সহ-বেশ কয়েকজন।
একনজরে দেখে নিন ৪৩ জন মন্ত্রীর পূর্ণ তালিকা:-
পূর্ণ মন্ত্রী হিসেবে ক্যাবিনেটে থাকছেন যাঁরা:
সুব্রত মুখোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
অমিত মিত্র
সাধন পাণ্ডে
জ্যোতিপ্রিয় মল্লিক
বঙ্কিম হাজরা
মানস ভুঁইয়া
সৌমেন কর মহাপাত্র
মলয় ঘটক
অরূপ বিশ্বাস
উজ্জ্বল বিশ্বাস
অরূপ রায়
রথীন ঘোষ
শশী পাঁজা
ফিরহাদ হাকিম
চন্দ্রনাথ সিনহা
শোভনদেব চট্টোপাধ্যায়
ব্রাত্য বসু
পুলক রায়
গোলাম রব্বানি
বিপ্লব মিত্র
জাভেদ আহমেদ খান
স্বপন দেবনাথ
সিদ্দিকুল্লা চৌধুরী
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাজ্যমন্ত্রী:
বেচারাম মান্না
সুব্রত সাহা
হুমায়ুন কবীর
চন্দ্রিমা ভট্টাটার্য
রত্না দে নাগ
সন্ধ্যারানি টুডু
সুজিত বসু
ইন্দ্রনীল সেন
বুলু চিকি বারাইক
অখিল গিরি
রাজ্যমন্ত্রী:
দিলীপ মণ্ডল
আখরুজ্জামান
শ্রীকান্ত মাহাতো
সাবিনা ইয়াসমিন
বীরবাহা হাঁসদা
পরেশ অধিকারী
মনোজ তিওয়ারি
জ্যোৎস্না মাণ্ডি
শিউলি সাহা