নিজস্ব প্রতিবেদক, ১৩ জুন:
মহামারীর আবহে রক্তের আকাল দেখা দিয়েছে প্রায় প্রতিটি ব্লাড ব্যাঙ্কে। যে কারণে হঠাৎ করে রক্তের জন্য বেগ পেতে হচ্ছে রোগীর আত্মীয়দেরও। এমতাবস্থায়, রক্তের অভাব কিছুটা মেটাতে ডেবরার ৩ নম্বর সত্যপুর অঞ্চল তৃণমূল-কংগ্রেস কমিটির পরিচালনায় রবিবার অনুষ্ঠিত হলো এক মহতী রক্তদান শিবির। মোট ৯৪ জন রক্তদাতা রক্ত দেন এই শিবিরে। পাশাপাশি, প্রত্যেক রক্তদাতার হাতে মেহগনি গাছের চারা তুলে দেন ওই শিবিরের অন্যতম উদ্যোক্তা চন্দন বেরা।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারিগরি মন্ত্রী হুমায়ুন কবীর। পাশাপাশি উপস্থিত ছিলেন ডেবরার প্রাক্তন বিধায়ক সেলিমা খাতুন বিবি, ঘাটাল লোকসভার সাংসদ প্রতিনিধি শীতেশ ধাড়া, ডেবরা ব্লক সভাপতি রাধাকান্ত মাইতি সহ জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নেতৃত্বরা। শিবির থেকে রক্ত সংগ্রহ করে তা পাঠিয়ে দেওয়া হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে।