বিশেষ প্রতিবেদন, ১৭ জুন:
Advertisement
একটানা বৃষ্টিতে ফের ধস নামলো শৈল শহরে। গতকাল থেকে হওয়া ভারী বৃষ্টির জেরে দার্জিলিংয়ের একাধিক জায়গায় ধস নেমেছে। জানা গিয়েছে যে, আজ হঠাৎই বিজনবাড়ির আরুবোতায় মৌজা গ্রাম পঞ্চায়েত এলাকায় ধস নামে। যার জেরে ওই এলাকার ৩০ টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছেন তাঁরা।
পাশাপাশি, ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে শৈল শহরের রামবিখোলা রোডেও। তবে, রাস্তা ঠিক করার কাজ শুরু হলেও এলাকাবাসীকে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। এমনকি, একটানা বর্ষণের জেরে আবারও ধস নামার সম্ভাবনা দেখা গিয়েছে দার্জিলিংয়ে।