রাজ্যের নিরাপত্তা প্রত্যাহারের কারণ জানতে চেয়ে হাইকোর্টে মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রের পক্ষ থেকে তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেও গত ১৮ মে রাজ্যের নিরাপত্তা প্রত্যাহার করা হয় তাঁর। তার ভিত্তিতেই রাজ্যে সুরক্ষার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু।
Advertisement
তিনি জানিয়েছেন, কেন্দ্রের নিরাপত্তা পেলেও তিনটি ক্ষেত্রে রাজ্যের সুরক্ষা চান বিরোধী দলনেতা। পাইলট কার, রুট লাইনিং এবং জনসভায় নজরদারির জন্য রাজ্যের পুলিসের নিরাপত্তার প্রসঙ্গ জানিয়েছেন তিনি। মামলাটির শুনানি হওয়ার কথা ২৪ জুন। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের তরফে তিনটি দফতরের মন্ত্রী হিসেবে জেড প্লাস ক্যাটগরির সুরক্ষা পেলেও মন্ত্রিত্ব এবং দলবদলের পর গতবছর ডিসেম্বর থেকে কেন্দ্রীয় নিরাপত্তা পান শুভেন্দু অধিকারী।