বিশ্বের সবথেকে হালকা ও পাতলা ফোন! ভারতে লঞ্চ হয়ে গেল Mi 11 Lite, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

বিশেষ প্রতিবেদন, ২২ জুন :

মোবাইলপ্রেমীদের জন্য সুখবর! দীর্ঘ প্রতীক্ষার পর
ভারতে লঞ্চ হয়ে গেল Mi 11 Lite। মাত্র ৬.৮ মিলিমিটার পুরু এই ফোনের ওজন ১৫৭ গ্রাম। স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টস সহযোগে। এদের মধ্যে ফোনটির বেস মডেল অর্থাৎ 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ভারতে 21,999 টাকা। পাশাপাশি,  ফোনটির হাই-এন্ড মডেল 8GB RAM + 128GB স্টোরেজ কনফিগারেশনের দাম ভারতে 23,999 টাকা।

একনজরে দেখে নিন কি কি ফিচার্স রয়েছে স্মার্টফোনটিতে:

* স্পেসিফিকেশনসের দিক থেকে Mi 11 Lite ফোনে রয়েছে একটি 6.55 ইঞ্চির ফুল HD+ AMOLED 10-bit ডিসপ্লে, যার রেজোলিউশন 1,080×2,400 পিক্সেলস, অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশ রেট যথাক্রমে 60Hz ও 90Hz।

* এই ফোনে রয়েছে Octa-core Qualcomm Snapdragon 732G প্রসেসর। এছাড়াও রয়েছে ৮ জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম।

* এই স্মার্টফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 64MP এবং অ্যাপার্চার f/1.79। এছাড়াও রিয়ার প্যানেলে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, যার অ্যাপার্চার f/2.2 এবং একটি 5MP টেলিফোটো সেন্সর, যার অ্যাপার্চার f/2.4।

* নতুন এই ফোনে রয়েছে IP53 সার্টিফিকেট। অর্থাৎ এমআই এর এই মডেল ধুলো এবং জলের ক্ষেত্রে রেসিসট্যান্ট।

* Mi 11 Lite ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Infrared (IR), Bluetooth, GPS/ A-GPS, এবং একটি USB Type-C পোর্ট।

* আপাতত ফোনটি পাওয়া যাবে Jazz Blue, Tuscany Coral এবং Vinyl Black এই তিনটি কালার অপশনে।

* ফোনের ব্যাটারি ৪২৫০mAh। তার সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

25 জুন দুপুর 12টা থেকে অনলাইন বিপণন সংস্থা Flipkart সহ Mi.com, Mi Home Stores এবং দেশের বিভিন্ন রিটেইল স্টোরে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে ফোনটি। পাশাপাশি সেলে পাওয়া যাবে 28 জুন থেকে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *