গত একদিনে রাজ্যে কিছুটা বাড়লো সংক্রমণ, দৈনিক আক্রান্ত সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়

নিজস্ব প্রতিবেদক, ২৩ জুন:

রাজ্যে ক্রমশ চলা নিম্নমুখী সংক্রমণের পর কিছুটা বাড়লো দৈনিক সংক্রমণের হার। তবে, কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৫ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১ হাজার ৮৫২। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার কারণে মৃত্যু হয়েছে ৩৮ জনের। সংক্রমণের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলায়। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২১৬ জন।

গত একদিনে করোনার প্রকোপ থেকে রাজ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১৭ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭. ৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৮৭ হাজার ৩৬৩। গত ২৪ ঘন্টায় ৫৫ হাজার ৫৮৯ জনের নমুনা যাচাই করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *