কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্ত করার দাবিতে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু

বিশেষ প্রতিবেদন, ২৬ জুন:

ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। একইসাথে প্রকাশ পেয়েছে এই কাণ্ডের অন্যতম অভিযুক্ত তথা ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের কীর্তিকলাপও। ইতিমধ্যেই দেবাঞ্জনের অফিসে তল্লাশি চালিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দারা অ্যামিকেসিন ইনজেকশনের একাধিক ভায়ালের সন্ধান পেয়েছেন। এবার এই ঘটনার তদন্ত কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে করানোর দাবি জানিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, স্বাস্থ্য ভবনে গিয়েও একই দাবি জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই, রাজ্য বিজেপির একাধিক নেতৃত্বও এই একই দাবি জানিয়েছেন। দিলীপ ঘোষের পাশাপাশি বিজেপি নেতা সায়ন্তন বসুও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন। জানা গিয়েছে যে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে ভ্যাকসিন কাণ্ডের তদন্তের পাশাপাশি, তৃণমূলের একাধিক মন্ত্রী এবং হেভিওয়েটদের সাথে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের ঘনিষ্ঠতার প্রসঙ্গও চিঠিতে উল্লেখ করেছেন।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *