নিজস্ব প্রতিবেদক, ৩ জুলাই:
আগামী রবিবার অর্থাৎ ৪ জুলাই, কোচবিহার জেলার দেবী কলোনীর ১৫২ পানিশালার মৈনাক হিলস চা ফ্যাক্টরি সংলগ্ন ময়দানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রাজ্যসভার সাংসদ দোলা সেনের। এছাড়াও উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায় সহ একাধিক প্রতিমন্ত্রী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সিঙ্গুরের বিধায়ক তথা রাজের শ্রমমন্ত্রী বেচারাম মান্নারও। কিন্তু ওই শিবিরে তাঁর অনুমতি ছাড়াই নাম ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন শ্রমমন্ত্রী। পাশাপাশি ফেসবুকে একটি পোস্ট করে এই বিষয়ে সতর্কও করেছেন তিনি।
ফেসবুকে তিনি লিখেছেন “আমার অনুমতি ছাড়া রক্তদান শিবিরে নাম ব্যবহার হয়েছে। আমি অনুরোধ করছি ভবিষ্যতে যে কোনো অনুষ্ঠানের আগে আমার সাথে কথা বলে তবেই নাম ব্যবহার করবেন। তাই এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকবো না।” স্বভাবতই, অনুমতি না নিয়ে তাঁর নাম ব্যবহারে ক্ষুব্ধ হয়েছেন তিনি।