Advertisement
বিশেষ প্রতিবেদন, ৪ জুলাই:
এবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর। অভিযোগ উঠেছে যে, বেশ কয়েকদিন ধরে ভগবানপুরের তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যা ভয়াবহ আকার ধারণ করে রবিবার। পাশাপাশি, তৃণমূল কর্মীদেরকে মারধরের পাশাপাশি এলাকায় তুমুল বোমাবাজির অভিযোগও উঠেছে। যার জেরে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তরুণ জানা সহ একাধিক নেতৃত্ব।
এই প্রসঙ্গে তরুণ বাবু জানিয়েছেন যে, “ভোটের পর থেকেই বিজেপি এলাকায় অশান্তি করছে। গত কয়েকদিন ধরে নিয়মিত বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে। কমপক্ষে ৯৫টি বাড়ি ভাঙা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ও রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছি।” যদিও, বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।