বিবেকানন্দের মহাসমাধি দিবসে ট্রেনের টিকিট কেটে প্রতিকৃতি তৈরি করে শ্রদ্ধার্ঘ্য জানালেন শিল্পী সৌরভ আদক

নিজস্ব প্রতিবেদন, ৪ জুলাই:

যুগপুরুষ স্বামী বিবেকানন্দের মহাসমাধি দিবসে ট্রেনের টিকিট কেটে প্রতিকৃতি তৈরি করে শ্রদ্ধার্ঘ্য জানালেন হুগলির সিঙ্গুরের অন্তর্গত নসিবপুরের শিল্পী সৌরভ আদক। লোকাল ট্রেনের টিকিট কেটে তিনি অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন বীরসন্ন্যাসীকে। ট্রেনের টিকিট কেটে প্রতিকৃতি তৈরি করে ইতিমধ্যেই “ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস”-এ নাম তুলেছেন সৌরভ। এবার তাঁর লক্ষ বিশ্বরেকর্ড!

এই প্রসঙ্গে সৌরভ জানিয়েছেন যে, “ট্রেনের টিকিট কেটে স্বামীজীর অবয়ব তৈরি করে ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি আমি। বিবেকানন্দ আমাদের সকলের পথপ্রদর্শক, বর্তমান সময়ে দাঁড়িয়ে ওনার চিন্তাধারা সকলের মেনে চলা উচিত।” প্রসঙ্গত উল্লেখ্য, ট্রেনের টিকিটের পাশাপাশি, গাছের পাতা কেটেও প্রতিকৃতি তৈরি করেন শিল্পী। ইতিমধ্যেই প্রায় চার হাজারেরও বেশি প্রতিকৃতি তৈরি করেছেন তিনি। ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি থাকা সৌরভের ইচ্ছে কলেজের অধ্যাপক হওয়ার। পাশাপাশি, তাঁর এই শিল্পকেও এগিয়ে নিয়ে যেতে চান সমানভাবে। স্বভাবতই, তাঁর অসাধারণ এই শিল্পস্বত্বার প্রশংসা করেছেন সকলেই।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *