প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং, শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

বিশেষ প্রতিবেদন, ৪ জুলাই:

প্রয়াত হলেন রাজের প্রাক্তন আইপিএস অফিসার তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং। দীর্ঘদিন ধরেই জটিল ক্যানসারে ভুগছিলেন তিনি। অবশেষে
রবিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি। হাওড়া ভোটে প্রথমে কংগ্রেসের হয়ে দাঁড়ালেও জিততে পারেননি সুলতান। পরবর্তীকালে ২০১১ সালে তৃণমূলের হয়ে বিধানসভা ভোটে হাওড়ার বালি থেকে বিধায়ক হন তিনি। রাজ্যের ভূতল পরিবহণ নিগমের চেয়ারম্যানের পাশাপাশি হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের সদস্যও ছিলেন সুলতান সিং। দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত থাকার পর অবশেষে শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি। ক্যানসারের সাথে দীর্ঘ লড়াইর পর তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *