বিশেষ প্রতিবেদন, ৯ জুলাই:
অবশেষে দীর্ঘ জল্পনার অবসান! বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে শুক্রবার মুকুল রায়ের নাম ঘোষণা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে স্পিকার বলেন, “৫৪ বছরের ইতিহাসে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ চিরকালই বিরোধীরা পেয়ে এসেছে। তাই এবারও বিরোধীদের থেকেই মুকুল রায়কে করা হলো।”
প্রসঙ্গত উল্লেখ্য, একুশের নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করে বিধায়ক হয়েছেন মুকুল রায়। দলবদল করলেও এখনও বিধায়কপদ ত্যাগ করেননি তিনি। পাশাপাশি, পিএসি চেয়ারম্যান পদের জন্য মনোনয়নও দাখিল করেন মুকুল। তারপর থেকেই মুকুলের PAC চেয়ারম্যান হওয়া নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত আজ ওই পদের অধিকারী হলেন তিনি। এদিকে, মুকুলের নাম ঘোষণার পরই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপির বিধায়করা।
পাশাপাশি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে জানিয়েছেন যে, “বিরোধী দলের তরফে পিএসি চেয়ারম্যান হন। সেই ঐতিহ্যকে ভাঙলেন অধ্যক্ষ মহোদয়। ভারতীয় জনতা পার্টির কোনও সদস্য বা সদস্যা মুকুল রায়ের নাম প্রস্তাব করেনি। মুকুল রায়কে আজ চেয়ারম্যান করা হলেও উনি বিধায়ক পদ টিকিয়ে রাখতে পারবেন না বলেই আমার বিশ্বাস। কারণ দলত্যাগ বিরোধী আইন নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব। রীতি অনুযায়ী বিরোধী থেকেই PAC চেয়ারম্যান হন, এই প্রথম অন্যথা হল। মুকুল রায়ের বিরুদ্ধে ৬৪ পাতার অভিযোগ অধ্যক্ষকে দিয়েছি।”