ভিড় সামলাতে সোমবার থেকে বাড়ানো হচ্ছে স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা

বিশেষ প্রতিবেদন, ১০ জুলাই:

যাত্রীদের ভিড় সামলাতে এবার সোমবার থেকে বাড়ানো হচ্ছে স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা। মেট্রোতে যাতায়াতের সময় যাতে সামাজিক দূরত্ব সঠিকভাবে বজায় থাকে সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেই কারণে এবার ৯০টির বদলে আপ-ডাউন মিলিয়ে মোট ১০৪টি ট্রেন চালানো হবে বলে জানিয়েছে মেট্রোরেল।

পাশাপাশি, মেট্রোর সময়সূচিতেও কিছু পরিবর্তন করা হয়েছে। সকালের প্রথম মেট্রো এবার সকাল সাড়ে ৮টার বদলে সকাল ৮ টায় দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে ছাড়বে। বিকেলে পৌনে চারটের বদলে প্রথম ট্রেন ছাড়বে সাড়ে তিনটায়, এবং সন্ধ্যেবেলায় শেষ ট্রেন সাতটার পরিবর্তে ৭ টা ১৫ মিনিটে ছাড়বে। তবে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের পরিচয় পত্র ও মেট্রোর স্মার্ট কার্ড ব্যবহার করে স্টাফ স্পেশাল মেট্রোয় চড়তে পারবেন। টোকেন ব্যবস্থা এখনই শুরু হচ্ছেনা মেট্রোয়।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *