তৈরি হলো ইতিহাস! ডি’মারিয়ার গোলে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বিশেষ প্রতিবেদন, ১১ জুলাই:

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান! মারাকানায় এখন শুধুই নীল-সাদা রং। ডি’মারিয়ার গোলের ওপর ভর করে প্রতিপক্ষ ব্রাজিলকে হারিয়ে এবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। পাশাপাশি, শাপমুক্তি ঘটলো মেসিরও। দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার হাত ধরেই এবার ট্রফির খরা কাটলো আর্জেন্টিনার। এই নিয়ে মোট ১৫ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে মারাদোনার দেশ।

মারাকানার তিন হাজার দর্শকের পাশাপাশি, বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীদের চোখ ছিলো আজকের এই হাইভোল্টেজ ম্যাচে। চিরকালীন দুই যুযুধান প্রতিপক্ষের লড়াইর শেষ হাসি কে হাসবে এটাই ছিল কোটি টাকার প্রশ্ন। এদিনের ম্যাচের মাত্র ২২ মিনিটেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ডি পলের বাড়ানো ক্রস থেকে ডি’মারিয়ার একটি বিশ্বমানের গোলেই নির্ধারণ হয়ে যায় ফলাফলের। নেইমার-রিচার্ডলিসনরা কোনোভাবেই আর্জেন্টিনার চক্রব্যূহ ভেদ করতে পারেননি। শেষপর্যন্ত জয়ের মুকুট ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। আর এভাবেই মেসিবাহিনীর হাত ধরে তৈরি হলো নতুন ইতিহাসও!

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *