বিশেষ প্রতিবেদন, ২৭ জুলাই:
একুশের টোকিও অলিম্পিকে ভারতকে রুপোর পদক এনে দিয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন মণিপুরী ভারোত্তোলক মীরাবাঈ চানু। মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে রুপো ঘরে তোলেন মীরাবাঈ। অলিম্পিকে স্বপ্নের যাত্রা শেষ করে সোমবার সন্ধ্যায় দেশে ফিরেছেন তিনি। দিল্লির বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর জন্য ছিল উপচে পড়া ভিড়। ইতিমধ্যেই চানুর এই সাফল্যের জন্য ১ কোটি টাকা পুরস্কার অর্থ দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এবার, স্পোর্টস কোটায় অ্যাসিসট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ASP) পদে চানুকে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর প্রশাসন।
এদিকে, অলিম্পিকের এই সাফল্যে উচ্ছ্বসিত মীরাবাঈ বলেছেন যে, “আমি দারুণ খুশি। মণিপুরের সকলে আমার জন্য প্রার্থনা করেছেন। প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনাদের ভালবাসা আর সমর্থনের জোরেই এতদূর পৌঁছতে পেরেছি। আরও ভাল লাগছে এটা ভেবে যে, এবার আমাদের রাজ্যকে সবাই চিনবে।” প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে রেলের টিকিট পরীক্ষক হিসেবে কর্মরত চানুর রুপোর পদক বদলে যেতে পারে সোনাতেও। ওই ইভেন্টে সোনাজয়ী তারকা ডোপ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে সোনার পদক পেয়ে ইতিহাস তৈরি করবেন মীরাবাঈ চানু।