নিজস্ব প্রতিবেদক, ২৭ জুলাই:
ফের রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। বুধবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার ফলে মঙ্গলবার থেকেই প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তাও।
পাশাপাশি, উত্তরবঙ্গের বেশকিছু জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মতো জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। এদিকে, বুধবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে চলবে বৃষ্টিপাত৷