গত ২৪ ঘন্টায় একলাফে সংক্রমণ ছাড়ালো চল্লিশ হাজারের গন্ডী, রাজ্যে বেড়েছে মৃতের সংখ্যা

  • বিশেষ প্রতিবেদন, ২৮ জুলাই:

দেশে ফের উদ্বেগ বাড়িয়ে একধাক্কায় অনেকটাই বাড়লো দৈনিক সংক্রমণের হার। গতকাল সংক্রমণ তিরিশ হাজারের নিচে নেমে গেলেও বুধবার সেই সংখ্যাটা ছাড়িয়ে গেলো চল্লিশ হাজারের গন্ডী। দৈনিক সংক্রমণের হঠাৎ এমন বৃদ্ধিতে চিন্তায় পড়েছেন বিশেষজ্ঞরা। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ৬৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ২৯ হাজার ৬৮৯। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৬৪০ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৪১৫। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৬৭৮ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬ জন। এখনও পর্যন্ত দেশে ৪৪ কোটি ৬১ লক্ষ ৫৬ হাজার ৬৫৯ জন টিকা পেয়েছেন।

এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮১৫ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৬৬২। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনার কারণে গত একদিনে প্রাণ হারিয়েছেন ১৪ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ১০। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৫ হাজার ৭৭৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮১১ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৭০ জন। গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ১২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *