হ্যাং করবেনা ফোন! মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই এবার নতুন স্মার্টফোন লঞ্চ করছে Micromax

বিশেষ প্রতিবেদন, ২৯ জুলাই:

স্মার্টফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে ফোনের হ্যাং করে যাওয়া একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। এবার সেই সমস্যাকেই দূরে সরিয়ে রেখে বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Micromax। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, ফোনটি কখনোই হ্যাং করবেনা। নতুন এই স্মার্টফোনটির নাম Micromax In 2b। গতবছর কোম্পানির তরফে লঞ্চ করা হয়েছিল Micromax In 1b। এবার সেই ফোনেরই পরবর্তী মডেল আনতে চলেছে Micromax। আগামী ৩০ জুলাই ভারতীয় সময় দুপুর ১২ টা থেকে অনলাইন বিপণন সংস্থা ফ্লিপকার্ট এবং Micromax এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।

একনজরে দেখে নিন কি কি ফিচার্স থাকছে এই স্মার্টফোনে:

* Micromax In 2b স্মার্টফোনে 5,000mAh এর ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে দাবি করা হচ্ছে যে, এই ব্যাটারির সাহায্যে 160 ঘণ্টার মিউজিক প্লেব্যাক, 20 ঘণ্টা পর্যন্ত ওয়েব ব্রাউজিং, লাগাতার 15 ঘণ্টার ভিডিয়ো স্ট্রিমিং সহ 50 ঘণ্টার টক টাইমের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

*এই স্মার্টফোনে একটি “হাই-পাওয়ার” প্রসেসর দেওয়া হচ্ছে। এই প্রসেসরের সঙ্গে গ্রাফিক্সের জন্য সংযুক্ত করা থাকবে Mali G52 GPU। যা অন্যান্য স্মার্টফোনের থেকে অন্তত 30% উন্নত এবং পরিণত গ্রাফিক্স পারফরম্যান্স দেখাতে সক্ষম হবে।

* নতুন এই স্মার্টফোনে থাকছে একটি ওয়াটার-ড্রপ স্টাইল নচড্ ডিসপ্লে। ফোনের রিয়ার প্যানেলে অর্থাৎ পিছনের দিকে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে, যা রেক্ট্যাঙ্গুলার শেপড ক্যামেরা মডিউল হিসেবে দেওয়া হবে।

* আপাতত কালো, নীল এবং সবুজ এই তিন রঙে পাওয়া যাবে Micromax In 2b স্মার্টফোন। ফোনের পিছনের অংশে গ্র্যাডিয়্যান্ট গ্লসি ফিনিশ দেওয়া হচ্ছে। যার জেরে ফোনের লুকেও থাকছে নতুনত্ব। কোম্পানির তরফে ফোনটির মূল্য সম্পর্কে কিছু জানানো না হলেও মনে করা হচ্ছে যে, দশ হাজারের মধ্যেই থাকবে স্মার্টফোনটির দাম। স্বভাবতই, সাধ্যের মধ্যে থাকা নতুন এই স্মার্টফোনের অপেক্ষায় রয়েছেন মোবাইলপ্রেমীরা।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *