বিশেষ প্রতিবেদন, ২৯ জুলাই:
একটানা প্রবল বর্ষণের মাঝেই এবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার ফলে মঙ্গলবার থেকেই প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছিলো আবহাওয়া দফতর। সেইমতো ভারী বর্ষণ শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। ক্রমশ নিম্নচাপটি বাংলাদেশের দিকে সরে যাওয়ার কারনে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যে। বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি হয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পূর্ব বর্ধমানে।
পাশাপাশি, শুক্রবারও একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম। ৩০ জুলাই পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি, কলকাতা সহ বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।