দেশে ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, রাজ্যে উল্লেখযোগ্য ভাবে কমলো মৃতের সংখ্যা

বিশেষ প্রতিবেদন, ৩০ জুলাই:

দেশজুড়ে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফে ওঠানামা লেগেই রয়েছে। তৃতীয় ঢেউয়ের আবহে অদৃশ্য এই মারণ ভাইরাসের ভ্রুকুটি ক্রমশই স্পষ্ট হচ্ছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ফের বেড়েছে দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ২৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো
৪৩ হাজার ৫০৯। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৫৫৫ জন। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৩৬০ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন। আপাতত দেশে ৪৫ কোটি ৬০ লক্ষ ৩৩ হাজার ৭৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে।

এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭১১ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো  ৭৬৬। উল্লেখযোগ্য ভাবে করোনার কারণে রাজ্যে অনেকটাই কমেছে মৃতের সংখ্যা। গত একদিনে করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৫ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ১৪। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৭ হাজার ২৫০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮৩৫ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.০৮ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১৭১ জন। গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ২০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *