দেশে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে অ্যাকটিভ কেস, রাজ্যে বাড়লো আক্রান্তের সংখ্যা

বিশেষ প্রতিবেদন, ৩১ জুলাই:

গত ২৪ ঘন্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৬৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৪৪ হাজার ২৩০। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৫৯৩ জন। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ২৯১ জন। তবে, উদ্বেগ বাড়িয়ে দেশে বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৯২০। এখনও পর্যন্ত দেশে ৪৬ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ৪৭৯ জন টিকা পেয়েছেন।

পাশাপাশি, রাজ্যে কিছুটা বেড়েছে দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৭১১। গত একদিনে করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৮ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৫। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৮ হাজার ১৯। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮১৯ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.০৯ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১১৩ জন। গত ২৪ ঘন্টায় ৪২ হাজার ২০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *