বিশেষ প্রতিবেদক, ৩১ জুলাই:
অবশেষে প্রতীক্ষার অবসান! ফের বড় পর্দায় নিজের “ম্যাজিক” দেখাতে প্রস্তুত “বাহুবলি”। তবে, এবার আর অ্যাকশন হিরো নয়, সম্পূর্ণ রোমান্টিক রোলে ফিরছেন প্রভাস। শুক্রবার সকালে ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডেলে “Radhe Shyam”-এর পোস্টার শেয়ার করে ছবিটির মুক্তির দিনও জানিয়ে দেন অভিনেতা। নতুন একটি পোস্টার পোস্ট করে প্রভাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমার রোম্যান্টিক ফিল্মের রিলিজের জন্য আর অপেক্ষা করতে পারছি না। যদিও আরও কিছুদিন সবাইকে অপেক্ষাই করতে হবে। কারণ, ‘রাধে শ্যাম’ রিলিজ করবে ২০২২-এর ১৪ জানুয়ারি।” অর্থাৎ, নতুন বছরের শুরুতেই প্রভাস ফের ফিরতে চলেছেন সিলভার স্ক্রিনে।
এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়েকে। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই ছবির প্রেজেন্টার গুলশন কুমার ও টি-সিরিজ। প্রযোজনা করেছে ইউ ভি ক্রিয়েশন। প্রভাস এবং পূজা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ভাগ্যশ্রী, মুরলি শর্মা, শচিন খেদকর, প্রিয়দর্শী, সাশা ছেত্রী, কুণাল রয় কাপুর এবং সত্যেনকে। এই ছবি নিয়ে আশাবাদী নির্মাতারাও।
টি-সিরিজের পক্ষ থেকে ভূষণ কুমার জানিয়েছেন, “সাহো বানানোর সময়ে প্রভাস ও ইউভি ক্রিয়েশনস-এর সঙ্গে কাজ করার দারুণ অভিজ্ঞতা হয়েছিল। তখনই রাধে শ্যামের আইডিয়া মাথায় আসে। এই ছবির অ্যানাউন্সমেন্ট পোস্টারই দারুণ সাড়া ফেলেছে। আর এই ফার্স্ট লুকে প্রভাস ও পূজার রসায়ণের ঝলক পাবেন দর্শক।” প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর এই ছবির “ফার্স্ট লুক” প্রকাশ পাওয়ার পরই আগ্রহ বাড়তে থাকে সিনেপ্রেমীদের। প্রথমে এই বছরের ৩০ জুলাই ছবি মুক্তির দিন স্থির করা হলেও অতিমারীর কারণে তা পিছিয়ে গেল প্রায় ৬ মাস।