বিশেষ প্রতিবেদন, ৩১ জুলাই:
রাজের শিক্ষক-শিক্ষিকাদের বদলি প্রক্রিয়া আরও সহজ করার জন্য এবার অনলাইন ট্রান্সফার পোর্টাল চালু করল সরকার। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন “উৎসশ্রী” পোর্টালের। যেখানে শিক্ষক-শিক্ষিকারা তাঁদের বদলির আবেদনের সুযোগ পাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার সেই পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে, “দেশের মধ্যে আমরা আমরা একটি সম্পূর্ণ পোর্টাল তৈরি করেছি। যার মাধ্যমে কয়েক লক্ষ শিক্ষক-শিক্ষিকারা সুবিধা পাবেন। পাশাপাশি সুবিধা পাবেন অশিক্ষক-কর্মচারীরাও।” প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক সহ সমস্ত স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও এই পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
আগামী ২ আগস্ট থেকে চালু হয়ে যাবে এই পোর্টাল। ওটিপির মাধ্যমে লগ-ইন করে সেখানেই বদলির আবেদনের ফর্ম পূরণ করতে পারবেন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। পাশাপাশি, “রিয়েল টাইম ট্র্যাকিং”-এর মাধ্যমে বদলির প্রক্রিয়া কত দূর এগোল তাও জানা সম্ভব হবে। নিজের বিদ্যালয় অন্ততপক্ষে পাঁচ বছর কাজ করার পর এই পোর্টালে আবেদন করতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা। মোট ২০ জন আধিকারিক গোটা প্রক্রিয়ার উপর নজর রাখবেন বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।