বিশেষ প্রতিবেদন, ৩ আগস্ট:
Advertisement
ভয়াবহ অগ্নিকান্ড হলদিয়া শিল্পতালুকে। মঙ্গলবার বিকেলে হঠাৎই ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লেগে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লাগার ফলে আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে গ্যাস। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষেই ছড়িয়ে পড়ে আগুন।
জানা গিয়েছে যে, রক্ষণাবেক্ষণের সময় হঠাৎই ট্যাঙ্কারে আগুন লেগে যায়। তৎক্ষণাৎ মাইকিং করে দ্রুত কর্মীদের সরিয়ে নিয়ে আসা হয়। তবে, এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর না মিললেও শিল্পতালুকের ভেতরে কেউ আটকে পড়েছেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আগুন নেভাতে দমকলের পাশাপাশি হাত লাগিয়েছেন কর্মীরাও। তবে, অত্যধিক রাসায়নিক মজুত থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে কর্মীদের।