বিশেষ প্রতিবেদন, ৩ আগস্ট:
দেশের করোনা গ্রাফে এবার বড়সড় স্বস্তি! বেশ কয়েকদিন ধরে একটানা দৈনিক আক্রান্তের সংখ্যা চল্লিশ হাজারের ঘরে থাকলেও গত একদিনে সেই সংখ্যা অনেকটাই কমেছে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে ৩০ হাজার ৫৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৪০ হাজার ১৩৪। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪২২ জন। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৮৮৭ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৯৫৮। এখনও পর্যন্ত দেশে ৪৭ কোটি ৮৫ লক্ষ ৪৪ হাজার ১১৪ জন টিকা পেয়েছেন।
পাশাপাশি, রাজ্যে ফের বেড়েছে দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭২৯ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৫৭৫। গত একদিনে করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৯ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩০ হাজার ২৪। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৫৬ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৬৭ জন। গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।