সোনুর মুকুটে নতুন পালক! স্পেশাল অলিম্পিকসে ভারতের “ব্র্যান্ড অ্যাম্বাসাডর” হলেন মসিহা

বিশেষ প্রতিবেদন, ৪ আগস্ট:

মহামারীর শুরু থেকেই তিনি অবতীর্ণ হয়েছেন “ত্রাতা”র ভূমিকায়! সিলভার স্ক্রিনের “ভিলেন” বারবার হয়ে উঠেছেন বাস্তবের “নায়ক”। মানুষের প্রয়োজনে যিনি প্রতিবার তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি হলেন সোনু সুদ। করোনা অতিমারীর যুদ্ধে এক্কেবারে সামনে থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন মসিহা। এবার, তাঁর মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। স্পেশাল অলিম্পিকসে ভারতের “ব্র্যান্ড অ্যাম্বাসাডর” হিসেবে দেখা যাবে সোনুকে।

সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খুশির খবর ভাগ করে নিয়েছেন সোনু। তিনি পোস্টে লিখেছেন, “আমি গর্ব অনুভব করছি এই খবরটা সবার সঙ্গে ভাগ করে নিতে যে, আমি রাশিয়ায় আয়োজিত স্পেশাল অলিম্পিকসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নির্বাচিত হয়েছি। আশা করছি আমাদের চ্যাম্পিয়ানরাও আমাদের গর্বিত করবে। জয় হিন্দ।” এদিকে, সোনুকে স্পেশাল অলিম্পিকসে ভারতের “মুখ” হিসেবে নির্বাচিত করায় স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন তাঁর অগণিত ভক্ত। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৬৮ সাল থেকে স্পেশাল অলিম্পিকস প্রতি দু’বছর অন্তর অনুষ্ঠিত হয়। মানসিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরাই অংশগ্রহণ করেন এখানে। ২০২২ সালের জানুয়ারি মাসে রাশিয়াতে অনুষ্ঠিত হতে চলেছে স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড উইন্টার গেমস।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *