তৃতীয় ঢেউয়ের আতঙ্ক! দেশে লাফিয়ে বাড়লো আক্রান্তের সংখ্যা, রাজ্যেও বেড়েছে সংক্রমণ

বিশেষ প্রতিবেদন, ৪ আগস্ট:

দেশের করোনা পরিসংখ্যানে একের পর এক চমক লেগেই রয়েছে। মঙ্গলবারই স্বস্তি বাড়িয়ে দেশে দৈনিক সংক্রমনের হার তিরিশ হাজারে নেমে এলেও বুধবার সেই সংখ্যা একলাফে ছাড়িয়ে গেছে চল্লিশ হাজারের গন্ডী। করোনার তৃতীয় ঢেউয়ের আবহে এই পরিসংখ্যানই এখন চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে ৪২ হাজার ৬২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৩০ হাজার ৫৪৯। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৫৬২ জন। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৬৬৮ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৩৫৩। এখনও পর্যন্ত দেশে ৪৮ কোটি  ৫২ লক্ষ ৮৬ হাজার ৫৭০ জন টিকা পেয়েছেন।

পাশাপাশি, রাজ্যেও ফের বেড়েছে দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮২৬ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৭২৯। গত একদিনে করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১০ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩০ হাজার ৮৫০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮৩৮ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৪৫ জন। গত ২৪ ঘন্টায় ৫২ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *