সোমবার ঘাটাল এবং ঝাড়গ্রামের বন্যা কবলিত এলাকায় আসছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ৬ আগস্ট:

একটানা প্রবল বর্ষণের জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তৈরি হয়েছে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি। যার ফলে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ অংশ চলে গিয়েছে জলের তলায়। বন্যা কবলিত এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার করতে সাহায্য নেওয়া হয় বায়ুসেনারও। এমতাবস্থায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান হুগলির খানাকুল এবং হাওড়ার আমতায়। বেশ কয়েকটি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

এবার ফের ২ দিনের জেলা সফরে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বন্যা কবলিত এলাকার পরিস্থিতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে যে, আগামী সোমবারই ঝাড়গ্রাম এবং ঘাটাল সফরে আসছেন মুখ্যমন্ত্রী। এদিকে, তীব্র জলযন্ত্রণার মধ্যে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। দাসপুর, চন্দ্রকোণা, ঘাটাল সহ এলাকার বিস্তীর্ণ অংশে দেখা গিয়েছে পানীয় জলের সঙ্কট। নৌকোর মাধ্যমে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জলের পাউচ দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই আবহে দুর্গতদের যাতে ত্রাণের কোনও অভাব না হয়, তার ব্যবস্থা করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *