বিশেষ প্রতিবেদক, ৭ আগস্ট:
ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল! এবার দলের “যুব” নেতৃত্বের উপর আক্রমণের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতা সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য এবং জয়া দত্ত। ইটের আঘাতে মাথায় চোট পেয়েছেন সুদীপ। গোটা বিষয়টি তিনি তুলে ধরেছেন ফেসবুক “লাইভ”-এর মাধ্যমে। অপরদিকে, গাড়ির কাঁচ ভেঙে যাওয়ায় রক্তাক্ত হয়েছেন জয়াও। স্বাভাবিকভাবেই, এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে তৃণমূল।
এই প্রসঙ্গে, ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ত্রিপুরায় বিজেপির বিপ্লব দেব সরকারের নেতৃত্বে গুন্ডরাজ চলছে। পাশাপাশি, তিনি টুইটে আরও জানান যে, “আপনার অত্যাচারই অমানবিকতার প্রমাণ। যা খুশি করে নিন। ত্রিপুরায় তৃণমূল এক ইঞ্চিও জমি ছাড়বে না।” প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরাতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূলের “যুব” নেতৃত্বরা। অভিযোগ উঠছে যে, রাস্তায় হঠাৎই অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ভাঙচুর চালানো হয় গাড়িতে, ছোঁড়া হয় ইটও। আর তাতেই আহত হন সুদীপ এবং জয়া। জানা গিয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার ত্রিপুরা যাচ্ছেন ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ।