করোনা আবহে মর্তে আসছেন উমা! সচেতনতার জন্য দেবী দুর্গার মুখে মাস্ক পরালেন অদিতি

বিশেষ প্রতিবেদন, ৯ আগস্ট:

আর মাত্র কিছুদিনের অপেক্ষা! তারপরেই বাঙালি মেতে উঠবে তাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে। তবে, করোনার চোখরাঙানির মাঝেই ফের মর্তে আসতে চলেছেন উমা। তাই, এই অদৃশ্য শত্রু থেকে সচেতন থাকতে এবার অভিনব উদ্যোগ নিলো বাগুইআটির অশ্বিনী নগর বন্ধুমহল ক্লাব। করোনা সচেতনতায় রবিবার আনুষ্ঠানিকভাবে দুর্গা প্রতিমার মুখে সোনার মাস্ক পরিয়ে দিলেন রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি।

পাশাপাশি, মা দুর্গার অস্ত্রের মাধ্যমেও দেওয়া হয়েছে সচেতনতার বার্তা। “করোনা অসুর”কে প্রতিহত করতে  দেবীর হাতে থাকছে সার্জিক্যাল মাস্ক, শরীরের তাপ মাপার বৈদ্যুতিন যন্ত্র, অক্সিমিটার, ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো অস্ত্র। প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর বন্ধুমহল ক্লাবের থিম হলো “অরুণ”। কোভিড পরবর্তী জটিলতায় প্রয়াত থিম শিল্পী অরুণ পালকে শ্রদ্ধা জানানো হয়েছে এই থিমের মাধ্যমে। বর্তমানে থিমের দায়িত্বে রয়েছেন সম্রাট ভট্টাচার্য। এদিকে, সোনার মাস্ক প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুভ ধাতু হিসেবে সোনার ব্যবহার করা হয়েছে, যাতে সমস্ত অশুভের বিনাশ হয়। পাশাপাশি, পুজোর ব্যয়ও অন্যান্যবারের থেকে অনেকটাই কম করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাস্ত্রবিশারদ শোভাবাজার রাজবাড়ির প্রধান পুরোহিতও।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *