বিশেষ প্রতিবেদন, ১০ আগস্ট:
ফের ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে! বন্যার আবহে জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে না পেতেই প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে, মৌসুমী অক্ষরেখা পাটনা থেকে উত্তরবঙ্গ-সিকিম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। যার জেরে আগামী রবিবার পর্যন্ত অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। পাশাপাশি, পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনাও রয়েছে।
এদিকে, বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। প্রবল বৃষ্টির কারণে বাড়তে পারে নদীর জলস্তর। যেই কারণে ফের নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, বুধবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। এই জেলাগুলিতে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং দুই ২৪ পরগনায়। শুক্রবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা রয়েছে। পাশাপাশি, আগামী ১৪ ও ১৫ আগস্ট উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।