বিশেষ প্রতিবেদন, ১১ আগস্ট:
ভয়াবহ ধসের ঘটনা ঘটলো হিমাচল প্রদেশের কিন্নর জেলায়। জানা গিয়েছে, ওই ধসের ফলে চাপা পড়ে গিয়েছে একটি যাত্রীবোঝাই বাস। সেই মুহূর্তে প্রায় ৪০-৪৫ জন যাত্রী ছিলেন বাসটিতে। তাঁদের প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে আইটিবিপির জওয়ানরা পৌঁছে দ্রুত গতিতে উদ্ধারকাজ শুরু করেছেন। পাশাপাশি, উদ্ধারকাজে সাহায্য করতে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে NDRF সহ অন্যান্য উদ্ধারকারী দলকেও।
আইটিবিপি সূত্রে জানা গিয়েছে যে, বুধবার দুপুর ১২টা ৪৫ নাগাদ রেকং পেও-শিমলা হাইওয়ের ভাব নগর থানা এলাকায় ধস নামার ঘটনাটি ঘটেছে। যার জেরে বেশ কয়েকটি গাড়ি সহ রাজ্য পরিবহণ দফতরের একটি বাস চাপা পড়ে যায়। বাসটি হরিদ্বারের দিকে যাচ্ছিল। তবে, বাসের চালক প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে, ধসের ফলে সম্পূর্ণ রূপে অবরুদ্ধ হয়ে গিয়েছে ৫ নম্বর জাতীয় সড়ক। পুলিশ আধিকারিক এবং স্থানীয় প্রশাসনকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।