দেশে দৈনিক সংক্রমণ ছাড়ালো চল্লিশ হাজারের গন্ডী! রাজ্যে বেড়েছে মৃতের সংখ্যা

বিশেষ প্রতিবেদন, ১২ আগস্ট:

দেশের করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী! গত মঙ্গলবার দৈনিক সংক্রমণ ২৯ হাজারের নীচে নেমে এলেও বৃহস্পতিবার সেই সংখ্যা ছাড়িয়ে গেলো চল্লিশ হাজারের গন্ডী। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে ৪১ হাজার ১৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার
এই সংখ্যাটা ছিলো ৩৮ হাজার ৩৫৩। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৯০ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৪৯৭। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৯৮৭। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ২১ লক্ষ ২৪ হাজার ৯৫৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে।

এদিকে, গত একদিনে রাজ্যেও বেড়েছে সংক্রমণের হার। বৃদ্ধি পেয়েছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৭ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৭০০। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১০ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৬। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৬ হাজার ৪৪৬। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৭৩ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১২৭ জন। গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *