বিশেষ প্রতিবেদন, ১৩ আগস্ট:
অবাক কান্ড! সাপের কামড়ের বদলা নিতে গিয়ে ঘুরে বিষাক্ত সাপকেই কামড়ে মেরে ফেললেন এক আদিবাসী প্রৌঢ়। ওড়িশার জয়পুর জেলার গাম্ভারিপাটিয়া গ্রামে ঘটা এই ঘটনা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে যে, বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির নাম কিশোর বাদ্রা। ধানক্ষেতের কাজ সেরে রাত্রিবেলা বাড়ি ফেরার পথে আচমকাই একটি চন্দ্রবোড়া কামড় বসায় তাঁর পায়ে।
তৎক্ষণাৎ সাপটিকে ধরে ফেলে একনাগাড়ে কামড় বসাতে থাকেন তিনি। কিছুক্ষণ পর নিস্তেজ হয়ে পড়ে সাপটি। পরে সাপটিকে হাতে ঝুলিয়ে বাড়ি ফিরে এসে তাঁর স্ত্রীকে পুরো ঘটনার বিবরণ দেন তিনি। সঙ্গে সঙ্গে গোটা গ্রাম জেনে যায় তাঁর এই আজব কীর্তির কথা। ভিড় জমতে শুরু করে তাঁর বাড়ির সামনে। এদিকে, স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্যও যাননি তিনি। এই প্রসঙ্গে ওই ব্যক্তি জানিয়েছেন যে, “রাতে বাড়ি ফেরার পথে আচমকাই বুঝতে পারি কী যেন আমার পায়ে কামড়ে দিয়েছে। টর্চ জ্বালাতেই দেখতে পাই একটা চন্দ্রবোড়া। বদলা নিতে আমি ওটাকে হাতে তুলে নিয়ে পরের পর কামড় বসিয়ে দিই। ওই বিষাক্ত সাপটিকে কামড়ে দেওয়ার পরেও আমার শরীরে কোনও অসুবিধা হয়নি।”