এবার কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী

বিশেষ প্রতিবেদন, ১৩ আগস্ট:

এবার কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। একুশের বিধানসভা নির্বাচনের আগে দলবদল করে পদ্মশিবিরে যোগদান করেছিলেন শুভেন্দু। পাশাপাশি, গেরুয়াশিবিরে পা বাড়িয়েছিলেন তাঁর ভাই সৌমেন্দুও। ঘটনাচক্রে, তার পরই তাঁকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়ার সাথে সাথে ত্রিপল চুরির অভিযোগে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয়।

আবার, বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটেই
কাঁথি দক্ষিণে তাঁর গাড়িতে ভাঙচুরের অভিযোগও ওঠে। সরাসরি তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন সৌমেন্দু। পাশাপাশি, নিরাপত্তা চেয়ে কেন্দ্রের কাছেও আবেদন জানান তিনি। অবশেষে সৌমেন্দুকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *