দেশে দৈনিক সংক্রমণ কমলেও বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা, রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ১৫

বিশেষ প্রতিবেদন, ১৪ আগস্ট:

করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলা টিকাকরণ এবং বিভিন্ন বিধিনিষেধের পাশাপাশি সার্বিক সচেতনতা গড়ে উঠলেও সংক্রমণের গ্রাফে ওঠানামা লেগেই রয়েছে। তৃতীয় ঢেউয়ের আবহে তাই টিকাকরণের ওপর জোর দিয়েই সংক্রমণের শৃঙ্খল ভাঙার চেষ্টা করা হচ্ছে। যদিও এক্ষেত্রে, সমস্যা হয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত টিকার পরিমান। গত একদিনে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৬৭ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৪০ হাজার ১২০। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৭৮ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৫৮৫। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৭৪৩ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৬৭৩। শুক্রবারের থেকে এই সংখ্যাটা প্রায় ২ হাজার বেশি। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৫৩ কোটি ৬১ লক্ষেরও বেশি মানুষ।

এদিকে, রাজ্যে গত ২৪ ঘন্টায় বেড়েছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৭৩৯। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১৫ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৮। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৭ হাজার ৮৯০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭২১ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৮ জন। গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ৩২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

Social Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *